যশোরের কেশবপুর পৌরসভায় টানা বৃষ্টি ও নদ-নদীর পানি ঢুকে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। পৌরসভার সাত হাজার পরিবারের মধ্যে অন্তত চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সবগুলোই জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে এক, চার, পাঁচ, ছয় ও সাত নম্বর ওয়ার্ডে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে।
কেশবপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল ফজল মো. এনামুল হক বলেন, “বাড়িঘর ডুবে যাওয়ায় অনেক পরিবার বাধ্য হয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৯০০ পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তবে এখনও পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাওয়া যায়নি।”
জলাবদ্ধতার কারণে শহরের কাঁচাবাজার ও মাছবাজার তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বাজারের আড়ৎ অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তারা।
পৌর এলাকার মধ্যকুল খানপাড়ার বাসিন্দা মতিয়ার রহমান জানান, তার ঘরের ভেতরে হাঁটুপানি উঠে গেছে, ফলে পরিবার নিয়ে অন্যত্র চলে যেতে হয়েছে। ভোগতী নোনাডাঙ্গা এলাকার আজহারুল ইসলাম পলাশ বলেন, “পানির মধ্যে চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে দুর্ভোগ আরও বাড়বে।”
আলতাপোল এলাকার সাবেক কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস জানান, জলাবদ্ধতায় এলাকাবাসীর জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে।
পৌর কর্তৃপক্ষ আশঙ্কা করছে, পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে আরও পরিবার পানিবন্দি হয়ে পড়বে।